Description:ষোড়শ শতকের শ্রেষ্ঠ সুলতান, উসমানী খেলাফতের দশম এবং দীর্ঘ সময়য়ের এক প্রভাবশালী খলিফা "সুলতান সুলায়মান"। আর তার কর্তৃক নিযুক্ত এক সাহসী নৌসেনাপতি "সাইয়িদি আলি রাইস" বা সিদি আলি। উসমানী খেলাফতের মিসরীয় নৌবহরের নৌসেনাপতি পীরি বেগ আর মুরাদ বেগের ব্যর্থতার পর ৯৬০ হিজরীতে সুলতান সুলায়মানের নির্দেশে ইতিহাস বিখ্যাত এ এডমিরাল "সাইয়িদি আলি রইস" মিসরীয় রণতরীর নৌসেনাপতির দায়িত্ব ভার গ্রহন করেন। তারপর তিনি পারস্য উপসাগর হয়ে বসরা অভিমুখে প্রেরিত হন। একদল মিসরীয় নৌসেনা নিয়ে অভিযান শুরু করেন। নির্দেশ ছিলো, অভিযান শেষে অধিনস্থ রণতরী নিয়ে মিসরে ফিরে আসার। উদ্দেশ্য ছিলো, বিধর্মী পর্তুগিজ জলদস্যুদের দমন করার। কিন্তু ভাগ্যবিড়ম্বনা তাকে এসব পূর্ণ হতে দেয়নি। তিনি সঠিক নির্দেশ পালন করতে পারেননি। ভাগ্য তাকে উপমহাদেশ এবং মধ্যএশিয়ার বেশ কিছু অঞ্চল ভ্রমন করতে বাধ্য করে। তাই, শেষ অব্দি তার এই বিশাল অভিযানটিও গন্তব্যের মুখ দেখতে পায়নি। তবে, তিনি হেরে যাননি। তিনি জয় করেন ভারকবর্ষের সকল শাসকদের মন। সঞ্চয় করেন পাহাড় সমান ভ্রমন আর যুদ্ধের অভিজ্ঞতা। দূর্ভাগ্যবশত রণতরীর দূর্বলতার কারনে ভ্রমনের অধিকাংশ পথই সিদি আলিকে পাড়ি দিতে হয়েছে বিস্তর স্থলপথে।সিদি আলি একদল মিসরীয় সৈনিক নিয়ে সিদি গাজি হয়ে যাত্রা শুরু করেন। তারপর বসরা হয়ে দীর্ঘ সমুদ্রপথ। শুরু হয় অপার সাগরের হাতছানি। বিশাল বিশাল সমুদ্রঝড়ের ঘূর্ণিপাক। প্রাণনাশী বাঁধা। তারপর অনেক চড়াই-উৎড়াই শেষে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে এবং স্রষ্টার অদৃশ্য হাতে পা রেখে সাগরের কবল থেকে রক্ষা পান। কিন্তু রসদপত্র যখন সব শেষের পথে তখন ভাগ্য তাকে ফের ঠেলে দেয় জলদস্যুদের হাতে। ভারত মহাসাগরে। তারপর থেকে শুরু হয় মৃত্যুকে আলিঙ্গন করার আরেক ভয়াবহ মুহূর্হ। শুরু হয় বিশাল বিশাল নৌবহরসমৃদ্ধ পর্তুগিজ জাহাজ আর তাদের দূর্ধর্ষ সেনাদের সাথে নৌযুদ্ধ। অস্তিত্ব টিকে থাকার লড়াই। এমনকি তখন, তার জীবন নামক প্রদিপটার জ্বলতে থাকা শেষ সলতেটুকুও যেন হারানোর ভয় করতে বসেছিলেন।তারপর? তারপর অনেকটুকু ইতিহাস। শেষ রক্ষা পেয়ে ভারতবর্ষের এক তীরে আশ্রয়। স্থলপথের নতুন যাত্রা। নতুন আরেক অধ্যায়.....!We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with দ্য অ্যাডমিরাল. To get started finding দ্য অ্যাডমিরাল, you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Description: ষোড়শ শতকের শ্রেষ্ঠ সুলতান, উসমানী খেলাফতের দশম এবং দীর্ঘ সময়য়ের এক প্রভাবশালী খলিফা "সুলতান সুলায়মান"। আর তার কর্তৃক নিযুক্ত এক সাহসী নৌসেনাপতি "সাইয়িদি আলি রাইস" বা সিদি আলি। উসমানী খেলাফতের মিসরীয় নৌবহরের নৌসেনাপতি পীরি বেগ আর মুরাদ বেগের ব্যর্থতার পর ৯৬০ হিজরীতে সুলতান সুলায়মানের নির্দেশে ইতিহাস বিখ্যাত এ এডমিরাল "সাইয়িদি আলি রইস" মিসরীয় রণতরীর নৌসেনাপতির দায়িত্ব ভার গ্রহন করেন। তারপর তিনি পারস্য উপসাগর হয়ে বসরা অভিমুখে প্রেরিত হন। একদল মিসরীয় নৌসেনা নিয়ে অভিযান শুরু করেন। নির্দেশ ছিলো, অভিযান শেষে অধিনস্থ রণতরী নিয়ে মিসরে ফিরে আসার। উদ্দেশ্য ছিলো, বিধর্মী পর্তুগিজ জলদস্যুদের দমন করার। কিন্তু ভাগ্যবিড়ম্বনা তাকে এসব পূর্ণ হতে দেয়নি। তিনি সঠিক নির্দেশ পালন করতে পারেননি। ভাগ্য তাকে উপমহাদেশ এবং মধ্যএশিয়ার বেশ কিছু অঞ্চল ভ্রমন করতে বাধ্য করে। তাই, শেষ অব্দি তার এই বিশাল অভিযানটিও গন্তব্যের মুখ দেখতে পায়নি। তবে, তিনি হেরে যাননি। তিনি জয় করেন ভারকবর্ষের সকল শাসকদের মন। সঞ্চয় করেন পাহাড় সমান ভ্রমন আর যুদ্ধের অভিজ্ঞতা। দূর্ভাগ্যবশত রণতরীর দূর্বলতার কারনে ভ্রমনের অধিকাংশ পথই সিদি আলিকে পাড়ি দিতে হয়েছে বিস্তর স্থলপথে।সিদি আলি একদল মিসরীয় সৈনিক নিয়ে সিদি গাজি হয়ে যাত্রা শুরু করেন। তারপর বসরা হয়ে দীর্ঘ সমুদ্রপথ। শুরু হয় অপার সাগরের হাতছানি। বিশাল বিশাল সমুদ্রঝড়ের ঘূর্ণিপাক। প্রাণনাশী বাঁধা। তারপর অনেক চড়াই-উৎড়াই শেষে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে এবং স্রষ্টার অদৃশ্য হাতে পা রেখে সাগরের কবল থেকে রক্ষা পান। কিন্তু রসদপত্র যখন সব শেষের পথে তখন ভাগ্য তাকে ফের ঠেলে দেয় জলদস্যুদের হাতে। ভারত মহাসাগরে। তারপর থেকে শুরু হয় মৃত্যুকে আলিঙ্গন করার আরেক ভয়াবহ মুহূর্হ। শুরু হয় বিশাল বিশাল নৌবহরসমৃদ্ধ পর্তুগিজ জাহাজ আর তাদের দূর্ধর্ষ সেনাদের সাথে নৌযুদ্ধ। অস্তিত্ব টিকে থাকার লড়াই। এমনকি তখন, তার জীবন নামক প্রদিপটার জ্বলতে থাকা শেষ সলতেটুকুও যেন হারানোর ভয় করতে বসেছিলেন।তারপর? তারপর অনেকটুকু ইতিহাস। শেষ রক্ষা পেয়ে ভারতবর্ষের এক তীরে আশ্রয়। স্থলপথের নতুন যাত্রা। নতুন আরেক অধ্যায়.....!We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with দ্য অ্যাডমিরাল. To get started finding দ্য অ্যাডমিরাল, you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.